নিজস্ব প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের বিনম্র শ্রদ্ধার্ঘ অর্পন।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি রাহুল চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর আলম ও যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ তুহিন হাসান এর নেতৃত্বে সকাল ৯ঃ৩০ ঘটিকায়় সাভার স্মৃতিসৌধ ও সকাল ১০ঃ৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি রাহুল চৌধুরী শামীম বলেন বাংলাদেশ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, লাল সবুজের পতাকা, এক ও অভিন্ন। মহান বিজয় দিবস বাঙালি জাতির সর্বশ্রেষ্ট পাওয়া। আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারি।আমরা পরিচয় দিতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মহান স্বাধীনতার পরাজিত শত্রু,৭৫’র ও ২১ শে আগষ্টের খুনীচক্র একইসূত্রে গাঁথা। আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী তারা স্বাধীন বাংলাদেশ কখন চাইনি আজও একই পথে হাটছে এই উগ্র মৌলবাদ গোষ্ঠী কে যে কোন মুল্য প্রতিহত করে দিবো এটাই আজকের মহান বিজয় দিবসের আমাদের অঙ্গিকার।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ বলেন আমরা ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে এই মহান স্বাধীনতা পেয়েছি আজকে মহান বিজয় দিবসে তাদের শশ্রদ্ধ সালাম এবং তাদের আত্মার শান্তি কামনা করছি।তিনি আরো বলেন আমাদের মহান স্বাধীনতার প্রায় ৫০ বছর পর স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠী পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও সংবিধানের অন্যতম মূলমন্ত্র ধর্মনিরপেক্ষতা নিয়ে ভ্রান্ত ফতোয়াবাজী করে সাধারণ ধর্ম প্রান মুসলমানদের উষ্কে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে! আমরা বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে এই উগ্র মৌলবাদ, ধর্ম ব্যবসায়ি ও ধর্মান্ধ গোষ্ঠীকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে এটাই আজকের এই মহান বিজয় দিবসের শপথ।
আজকের কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ তুহিন হাসান এবং ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি তৌহিদুল ইসলাম তৈয়ব আলী, সাধারণ সম্পাদক পারভিন আক্তার পারুল সহ অন্যান নেতৃবৃন্দ। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমন হোসাইন কেন্দ্রীয় কমিটি, সাংগঠনিক সম্পাদক কানন রুদ্র বাবু কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি ইয়াসিন রান সহ কেন্দ্রীয় ও মহানগর উওর এবং দক্ষিণ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply