মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেত্রীবৃন্দ ও এনজিও কর্মীদের অংশ গ্রহনে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প কার্যক্রম অবহিতকরণ সভা ২৮ডিসেম্বর সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও Women and Girls Empowerment Education and Skills Project (WGEES) এর সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়াম্যান রাজু মং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সম্মানিত সদস্য সিং ইয়ং ম্রো। WGEES,SID,CHT প্রজেক্টের জেলা অফিসার সিং ম্যা প্রু এর সঞ্চালনায় অবহিতকরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহামেদ, সদর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়াম্যান য়ূইসা প্রু, UNDP- PocalPerson পাইচিং মার্মা, Monitoring & Evaluation Officer বাপ্পা দাশ, Gender & Enclusive Officerম্যাগ ডেলিন ত্রিপুরা, বান্দরবান সদর উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর না উ প্রু মারমা প্রমুখ।
বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীততে নারীদের ভূমিকা অপরীসীম। বাংলাদেশ সরকার কিশোরী ও নারীদের উন্নয়নে স্থানীয় পর্যায়ে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত পুরুষ জনপ্রনিধিদের পাশা-পাশি নারী জনপ্রতিনিধিগণ উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তুু এটা অস্বীকার করার উপায় নাই যে,হাজার বছরের সামাজিক বৈষম্য,দারিদ্র,নিরক্ষরতা এবং কুসংস্কার নারীদের পশ্চাৎ করে রেখেছে। ইউনিয়ন এবং উপজেলা পরিষদের নারী প্রতিনিধিগণও এর বাইরে নয়। শিশুর নির্ভূল জম্ম নিবন্ধন নিশ্চিত করণ ও নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা,উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে। নারীদের দক্ষতা বৃদ্ধি করা ও শিশু,কিশোদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নারী ক্ষমতায়ন,নির্বাচনে নারীদের আরো ব্যাপক হারে অংশ গ্রহণ,নারীরা সমাজের দক্ষ সংগঠক,নারীর প্রতি দৃস্টিভঙ্গির পরিবর্তন করে নারীদের সমাজে সামাজিক মূল্যবোধ সম্পন্ন সম্মানের জায়গায় আসন করে দিতে হবে। ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধে সকলকে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে।
Leave a Reply