নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি
সাতকানিয়ার বাজালিয়া বোমাংহাট হতে শীলঘাট সড়ক সংস্কার কাজে ঠিকাদারের কাজের ধীরগতি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
এসময় এ্যাম্বুলেন্সে করে মুমুর্ষু রোগী ও লাশ নেয়ার প্রতীকি প্রতিবাদ ও জানানো হয়।
১৮ জানুয়ারী সোমবার বিকেল ৩টায় বাজালিয়ার বোমাংহাট সড়কে এ মানববন্ধন পালিত হয়।
এলাকার ভূক্তভোগী জনসাধারন,সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবর্গ,ও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা বিভিন্ন ব্যানার,ফেষ্টুন,প্লে-কার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
সূত্রে জানা যায় দীর্ঘ একযুগের ও অধিক সময় ধরে এ সড়কটি নিয়ে বিভিন্নমহলে ধর্না দিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে।অনেক চড়াই উৎরাই পেরিয়ে সংস্কার কাজের অনুমোদন সহ প্রয়োজনীয় বরাদ্ধ সাপেক্ষে কাজ শুরু করা হলে ও সংস্কার কাজে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।এতে সংস্কার কাজ টেকসই না হওয়া এবং তাড়তাড়ি ভেঙ্গে যাবার অাশংকা করছেন এলাকাবাসি।
তাছাড়া অত্যন্ত ধীরগতির কারনে এলাকার মুমুর্ষু রোগী পরিবহনে অনেক বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের।শুধু তাই নয় প্রায় ২ কিলোমিটার রাস্তায় রোগীকে কোলে কিংবা কাধে করে নিয়ে যেতে হচ্ছে।প্রসূতি মহিলাদের বেলায় সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন পুরানগড় ও বাজালিয়া এলাকা হতে উৎপাদিত মৌসুমী সব্জিসমূহ বিভিন্ন বাজারে বাজারজাত করন অনেকটা অসম্ভব জয়ে পড়েছে।যার দরুন কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ মোরশেদ অালী,ব্যবসায়ী নাজিম উদ্দীন,শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারুল কাদের চৌধুরী,সমাজসেবক অাইয়ুব মিয়া সিকদার,তৌফিকুর রহমান সিকদার,চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিম উদ্দীন রাকিব প্রমূখ।
Leave a Reply